আদর্শ তরুণ সমাজকল্যাণ সংস্থার সভাপতির বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আদর্শ তরুণ সমাজকল্যাণ সংস্থা গোলাগাঁও এর সভাপতি ফয়সাল আহমেদ তুষার এর বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয় মর্মে প্রতিবেদন দিয়েছেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুজ্জামান চৌধুরী। গতকাল বুধবার তার স্বাক্ষরিত প্রতিবেদনে ফয়সাল আহমেদ তুষারকে নির্দোষ বলে দাবি করা হয়। জানা যায়, উক্ত সংগঠনের সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ সহ কতিপয় সদস্য সভাপতি ফয়সাল আহমেদ তুষারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ এনে প্রতিকার চেয়ে হবিগঞ্জ সমাজ কল্যাণ অধিদপ্তরে আবেদন করেন। এর প্রেক্ষিতে উক্ত কার্যালয় থেকে অভিযোগকারী ও সভাপতি ফয়সাল আহমেদ তুষারের নিকট তদন্তের জন্য প্রয়োজনীয় তথ্য উপাত্ত নিয়ে হাজির হতে নোটিশ দেয়া হয়। পর পর দুই বার নোটিশ দেয়া স্বত্বেও অভিযোগকারীগণ উক্ত কার্যালয়ে হাজির হননি। অপরদিকে ওই সংগঠনের সভাপতি ফয়সাল আহমেদ তুষার তথ্য উপাত্ত নিয়ে তদন্ত কর্মকর্তার নিকট হাজির হন। উল্লেখিত কাগজপত্র যাচাই করে দেখা যায়, সভাপতির বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। এতে প্রমাণ হয় অভিযোগকারীগণ সংস্থার ভাবমূর্তি নষ্ট করতে ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এরূপ অপপ্রচার চালিয়েছে। মূলত পদ-পদবি নিয়েই বিশৃঙ্খলা সৃষ্টি করে তারা কমিটি থেকে চলে যান। এতে দেখা যায়, সংস্থার কার্যকরি কমিটি গঠন ও অন্যান্য কার্যক্রম যথাযথ নিয়মেই সম্পাদন করা হচ্ছে।
Leave a Reply