1. bangladeshbulletinnews@gmail.com : bangladeshbulletinnews bangladeshbulletinnews : bangladeshbulletinnews bangladeshbulletinnews
  2. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  3. bbsnewsbd.online@gmail.com : bbsnewsbd.online bbsnewsbd.online : bbsnewsbd.online bbsnewsbd.online
  4. kabiderasorshahittoporisodekothaboli@gmail.com : kabiderasorshahittoporisodekothaboli kabiderasorshahittoporisodekothaboli : kabiderasorshahittoporisodekothaboli kabiderasorshahittoporisodekothaboli
  5. news@gmail.com : news :
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

BBS DESK
  • আপডেটের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২ টাইম ভিউ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যাওয়া ভারত এখন ফাইনালে। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে সেমিফাইনাল থেকে ছিটকে গেল পাকিস্তান।

এদিকে ১৩ বছরের বৈভব সূর্যবংশীর দাপুটে ব্যাটিংয়ের সুবাদে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত। সেমিফাইনালে শ্রীলংকাকে ৭ উইকেটে হারাল মোহাম্মদ আমানের দল। প্রথমে ব্যাট করে ১৭৩ রান করে শ্রীলংকা। জবাবে ২১.৪ ওভারে ৩ উইকেটে ১৭৫ করে ভারত। অন্যদিকে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকা রোববার ফাইনাল।

ছোটদের এশিয়া কাপে ভারতের বিপক্ষে এঁটে উঠতে পারল না শ্রীলংকা। ১৭৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম থেকেই আগ্রাসী মেজাজে শুরু করেন ভারতীয়রা। আয়ুশ ২৮ বলে ৩৪ রানের ইনিংস খেলেন।

অন্য ওপেনার বৈভব আরও বিধ্বংসী মেজাজে ছিল। ১৩ বছরের বিহারের ব্যাটার ৩৬ বলে করলেন ৬৭ রান। ৬টি চার ও ৫টি ছক্কা এলো ১ কোটি ১০ লাখ টাকার ব্যাটারের ব্যাট থেকে। প্রতিযোগিতার প্রথম দুটি ম্যাচে তেমন রান না পাওয়ায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল বৈভবকে। ১৩ বছরের কিশোর আবার ব্যাট হাতে প্রমাণ করে দিলেন রাহুল দ্রাবিড়রা তার ওপর বিনিয়োগ করে ভুল করেননি।

এছাড়া ভালো ব্যাট করলেন সি আন্দ্রে সিদ্ধার্থ (২২), আমান (অপরাজিত ২৫) এবং কেপি কার্তিকেয় (অপরাজিত ১১)। শ্রীলংকার কোনো বোলারই ভারতীয়দের আগ্রাসী ব্যাটিং থামাতে পারেননি। কিছুটা ভালো বল করেছেন প্রবীণ মনীষা। তিনি ২৭ রানে ১ উইকেট নিয়েছেন।

প্রতিযোগিতার অন্য সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে যায় পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তান করে ৩৭ ওভারে ১১৬ রান। সর্বোচ্চ ফারহান ইউসুফের ৩২। বল হাতে নজর কাড়লেন বাংলাদেশের ইকবাল হোসেন ইমন। ২৪ রানে ৪ উইকেট নেন। জবাবে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে বাংলাদেশ। দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন অধিনায়ক আজিজুল হাকিম। তিনি ৪২ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর