অভিনব পদ্ধতি তেলবাহি লরিতে ভারতীয় পণ্য পাচার হবিগঞ্জে বিজিবির অভিযানে সোয়া এক কোটি টাকার মাল জব্দ
বিবিএস ডেস্ক।।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চোরাচালান ও মাদক পাচাররোধে কঠোর অভিযান অব্যাহত রেখেছে। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে তেলবাহী ট্যাংকার লরিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, ভারতীয় ফেসওয়াস, ভারতীয় ত্বক ফর্সাকারী স্কীন সানরাইজ ক্রীম, ভারতীয় ক্লোপ-জি ক্রীম জব্দ করেছে ৫৫ বিজিবি। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য সোয়া এক কোটি টাকার বেশি বলে জানা যায়। গতকাল মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) ব্যাটালিয়নের একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পায় যে, চোরাকারবারিরা একটি তেলবাহী লরি ব্যবহার করে সুনামগঞ্জ থেকে অবৈধ মালামাল দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে বহন করছে। বিজিবি’র একটি চৌকস টহল দল ঢাকা-সিলেট মহাসড়কে ফাঁদ পেতে সন্দেহজনক তেলের লরিটি আটক করে এবং লরিটির ট্যাংকের ঢাকনা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস (ফেসওয়াস, স্কীন সান রাইজ ক্রীম, ক্লোপ-জি ক্রীম) এবং জিরাসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করে।
Leave a Reply