1. bangladeshbulletinnews@gmail.com : bangladeshbulletinnews bangladeshbulletinnews : bangladeshbulletinnews bangladeshbulletinnews
  2. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  3. bbsnewsbd.online@gmail.com : bbsnewsbd.online bbsnewsbd.online : bbsnewsbd.online bbsnewsbd.online
  4. kabiderasorshahittoporisodekothaboli@gmail.com : kabiderasorshahittoporisodekothaboli kabiderasorshahittoporisodekothaboli : kabiderasorshahittoporisodekothaboli kabiderasorshahittoporisodekothaboli
  5. news@gmail.com : news :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

অভ্যুত্থানে একাধিক শিক্ষার্থী গুপ্তহত্যার শিকারের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ

BBS DESK
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৯ টাইম ভিউ

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারী জসিম উদ্দিনকে ছুরিকাঘাতে হত্যা এবং সম্প্রতি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

আজ ১৮ ডিসেম্বর (বুধবার) ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে নেতৃবৃন্দ দ্রুততম সময়ের মধ্যে এসকল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতিতে ছাত্রশিবির নেতৃবৃন্দ বলেন, “গতকাল রাতে জুলাই বিপ্লবের সহযোদ্ধা জসিম উদ্দিন এবং সম্প্রতি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)-এর শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত ও ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজবির হোসেন শিহান গুপ্তহত্যার শিকার হয়েছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। জুলাই আন্দোলনকে সফল গণঅভ্যুত্থানে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর এই হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড, যা দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি।”

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে নেতৃবৃন্দ বলেন, “আন্দোলনের নেতৃত্বদানকারী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বারবার হামলা ও হত্যার শিকার হচ্ছেন। অথচ তাদের নিরাপত্তার বিষয়ে সরকারের যথাযথ উদ্যোগ দৃষ্টিগোচর হচ্ছে না। যাদের ত্যাগের ফলে বাংলাদেশ স্বৈরাচারের শাসন থেকে মুক্তি পেয়েছে, তাদের প্রতি এমন অবহেলা অত্যন্ত দুঃখজনক। বর্তমান সরকারের এই নির্বিকার ও নির্লিপ্ত ভূমিকা দেশের পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলছে, যা আমাদের কাম্য নয়।”

নেতৃবৃন্দ আরও বলেন, “এসব অশুভ শক্তির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিয়ে যত দ্রুত সম্ভব হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করে দোষীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহ্বান জানাচ্ছি।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

One response to “অভ্যুত্থানে একাধিক শিক্ষার্থী গুপ্তহত্যার শিকারের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর