oplus_1025
কর্মসূচি সফল করার লক্ষ্য হবিগঞ্জে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পরামর্শ সভা অনুষ্ঠিত।।
হবিগঞ্জ প্রতিনিধি।।
আগামী ১৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক পরামর্শ সভা বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে হবিগঞ্জ জেলা বিএনপির শায়েস্তানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পরামর্শ সভায় উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহম্মদ আলী মুকিব, কেন্দ্রীয় নেতা নবীগঞ্জ – বাহুবল আসনের বার-বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম সুজাত মিয়া, হবিগঞ্জ বারের আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট মোঃ সামছু মিয়া চৌধুরী, বিএনপি নেতা বীর মুক্তি যোদ্ধা গোলাম মোস্তফা রফিক, জেলা যুবদলের সভাপতি জালাল আহমেদ, জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন,সেক্রেটারি জিল্লুর রহমান, রুবেল আহমেদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম বাবুল,
হবিগঞ্জ জেলা থেকে আগত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হবিগঞ্জ পৌরসভার তিন বারের পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ। পরামর্শ সভায় নেতৃবৃন্দরাবক্তব্য রাখেন। বক্তব্যে বলেন, বিগত স্বৈরাচারী সরকারের শাসন আমলে কোন মানুষ এই শান্তিতে ছিল না, এই ফ্যাসিস্টের কার্যকলাপই ছিল, খুন-গুম অত্যাচার – নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা। জুলাই – আগষ্টে ছাত্র – জনতা ও আমাদের আন্দোলনে দেশ ছেড়ে পালাতে হয়েছে জুলুমকারী শেখ হাসিনা। এখনো পাশের একটি দেশে বসে আমাদের দেশের বিরুদ্ধে যড়যন্ত্র মূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এদের দোসররা বিভিন্ন স্হানে ঘাপটি মেরে বসে আছে, দেশ ও জনগনের ক্ষতি করার জন্য। আমাদের নেতাকর্মীরা সজাগ থাকতে হবে। গনতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে।
আগামী ১৮ ফেব্রুয়ারী কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দাবিতে, দ্রুত গনতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এবং রাষ্ট্র পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জন দাবিতে হবিগঞ্জে এক বিশাল সমাবেশ উপস্থিত থাকবেন কেন্দ্রীয় একাধিক নেতৃবৃন্দরা, তা সফল করার জন্য আহবান জানানো হয়।
Leave a Reply