কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করতে হবিগঞ্জ জেলা বিএনপি’র ৫ নেতার পদত্যাগ।
বিবিএস ডেস্ক।।
আগামী ৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে হবিগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিতে জেলা বিএনপি’র ৫ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হবিগঞ্জ জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জি কে গউছ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, হাজী এনামুল হক এবং মো. এনামুল হক সেলিম কাউন্সিলে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জেলা বিএনপির পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন।
কেন্দ্রীয় বিএনপি তাদের অব্যাহতিপত্র গ্রহণ করেছে।
Leave a Reply