কামাইছড়ায় ৪ দোকানে দুঃসাহসিক চুরি
বাহুবল প্রতিনিধি।। বাহুবল উপজেলার কামাইছড়ায় ৪টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা দোকানের তালা ভেঙে নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে।
টং দোকানি সঞ্চিত দেব জানান, প্রতিদিনের মত ব্যবসায়ীরা বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে দোকানে এসে চুরির ঘটনা দেখতে পান।
সাথে সাথে ব্যবসায়ীরা স্থানীয় ফাড়ি পুলিশকে অবহিত করেন। চোরেরা জিলাল মিয়া, মুহিত মিয়ার দোকান থেকেও নগদ টাকা ও মালামাল নিয়ে যায় এবং জসিম মিয়ার মালিকানাধীন রাইছা টি হাউজে তালা ভেঙে চুরির চেষ্টা চালায়। তবে চোরেরা ঢুকতে পারেনি।
উল্লেখ প্রায় তিন মাস আগেও কামাইছড়া বাজারে তিন দোকানে চুরি সংঘটিত হয়।
Leave a Reply