চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে হবিগঞ্জে ৩৩ কেন্দ্রে ১৮ হাজার ৩৬৪ পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

শিক্ষা ও কল্যাণ শাখার দায়িত্বে থাকা ম্যাজিষ্টেট আল নাদরুন বিন নাহিয়ান জানান- জেলায় মোট কেন্দ্র ৩৩ টি।
তার মধ্যে দাখিল ( মাদ্রাসা) ১০টি
ভোকেশনাল ( কারিগরি)-৮ টি।
মোট শিক্ষাথীর মধ্যে – ভোকেশনাল- ৯৬২ জন দাখিল- ২৯০২ জন অংশ নেয়। এর মাঝে অনুপস্থিত ছিলো দাখিল- ৮৬ জন, ভোকেশনাল- ১১ জন
এসসিএসসি-পরীক্ষায় ১৪৫০৪ জন উপস্থিত ছিল। ১৯৫ জন অনুপস্থিত।
এর মাঝে হবিগঞ্জ দারুসুন্নাত কামিল মাদ্রাসায় দায়িত্বরত ২ শিক্ষককে দায়িত্বে অবহেলার কারনে অব্যাহতি দেয়া হয়েছে জেলা প্রশাসকের নিদের্শে।
তারা হলেন, শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাহবুবা আহমেদ ও শরীফাবাদ দাখিল মাদ্রাসার শিক্ষক আবদুস সবুর।
তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পত্র দিয়েছেন দারুসুন্নাত কামিল মাদ্রাসার কেন্দ্র সচিব ও মাদ্রাসার অধ্যক্ষ ফারুক আহমেদ।
জেলা সদরের ৫ টি কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ড. মো: ফরিদুর রহমান, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) অমিত চক্রবর্তী।
Leave a Reply