ত্যাগী ও নির্যাতনের শিকার কর্মীদের বাদ দেয়ার অভিযোগ,
বাহুবল উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয় বিএনপি,যুবদল ও ছাত্রদল।
বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃ
হবিগঞ্জের বাহুবলে ত্যাগী ও ১৭ বছর নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে জুতা ও ঝাড়ু মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার ২৩ আগস্ট বিকাল ৬ ঘটিকার সময় সাবেক ছাত্রদল ও যুবদল নেতা আতাউর রহমান এবং জামাল উদ্দিনের নেতৃত্বে বাহুবল মডেল থানার সামন থেকে জুতা ও ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি বাহুবল বাজার হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মার্কেটের সামনে এসে সমাপ্তি ঘোষণা করা হয়।মিছিলে অংশগ্রহণ করেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।বিক্ষোভ মিছিল ও পথসভায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, আমরা দীর্ঘ ১৭টি বছর আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতন ও মামলা হামলার শিকার হয়েছি।কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদেরকে বাদ দিয়ে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।আমরা কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে এই পকেট কমিটি ভেঙে ত্যাগী ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সমন্বয়ে একটি নতুন কমিটি গঠন করার দাবী জানাচ্ছি। নেতারা আরও বলেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতন হওয়ার পর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের মাঝে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে।কমিটির বাইরে থাকা নেতাকর্মীদের অভিযোগ, বসন্তের কুকিলরা দলীয় পদে থাকা বিএনপির কতিপয় নেতাকর্মীদে দ্বারস্থ হয়ে পদ-পদবি পেয়েছেন।তারা আওয়ামী লীগের দোসরদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। করছেন কমিটি বাণিজ্য। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ক্ষুব্ধ হচ্ছেন দলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীরা, যারা গত ১৭ বছর জেল-জুলুমসহ স্বৈরাচারী সরকারের অবর্ণনীয় নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছেন।তাদেরকে বাদ দিয়ে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে।
আমরা উক্ত পকেট কমিটিকে অবাঞ্ছিত ও প্রত্যখান করেছে।
Leave a Reply