1. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  2. news@gmail.com : news :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন

নুরুল হক নুর এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত।।

Reporter Name
  • আপডেটের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ২৮ টাইম ভিউ

নুরুল হক নুর এর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে হবিগঞ্জে মশাল মিছিল অনুষ্ঠিত।।

মীর মোঃ আব্দুল কাদির।।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর,সাধারণ সম্পাদক রাসেদ খাঁনসহ নেতৃবৃন্দের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দোর্ষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি হবিগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ এর সভাপতি আশরাফুর বারী নোমান এর নেতৃত্বে ৩০ আগষ্ট (শনিবার) রাতে এক বিশাল মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য: যে,
গতকাল শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ব্যাপক লাঠিচার্জ করে। এসময় লাল টি সার্ট পড়নে এক ব্যক্তি ও বাহিনী সদস্যরা নুরুল হক নুরসহ নেতাকর্মীদের বেদড়ক ভাবে প্রাণে হত্যার উদ্দেশ্য পিটায়,গুরুত্বর আহত করে। এর প্রতিবাদে হবিগঞ্জে এক বিশাল মশাল মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভাপতি আশরাফুর বারী নোমান তার বক্তব্য বলেন, বাংলাদেশের একটি বিশাল দলের প্রধান, যাকে সবাই চিনে, যিনি বিগত স্বৈরাচার আওয়ামী সরকারের আতংক ছিলেন, রাষ্ট্র গঠনে যিনি সারা দেশে একটি দল গঠন করেছেন। গণ অধিকার পরিষদ, সেই দলের প্রধান কে প্রাণে হত্যার উদ্দেশ্য নির্মম ভাবে পিটিয়ে গুরুত্বর আহত করেছে। তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি আওতায় আনার দাবি জানান। নতুবা সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে ঢাকার রাজ পথে, আন্দোলনে ঝাঁপি পড়বে। তখন সরকার সামাল দিতে পারবে না। তাই তড়িগড়িতে দোর্ষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তিনি আরও বলেন, নুরুল হক নুর কে বাদ দিয়ে দেশ গড়া যাবে না। যারা নুর কে প্রাণে হত্যা করে স্বপ্ন দেখছেন তা, বাস্তবায়ন হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর