বাহুবলে একই স্থানে দুই প্রেসক্লাবের
কক অভিষেক ঘিরে উত্তেজনা
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলা সভাকক্ষে একই দিন একই সময়ে বাংলাদেশ প্রেসক্লাব এবং বাহুবল প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উল্লেখিত দুটি ক্লাবই স্ব স্ব অভিষেক বাস্তবায়নে জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াসউদ্দিন বলছেন, পরিস্থিতি দেখে পদক্ষেপ গ্রহণ করা হবে।
জানা যায়, ২০১১ সালে বাহুবল উপজেলায় চারটি ক্লাব বিলুপ্ত করে গঠিত হয় বাহুবল মডেল প্রেসক্লাব। প্রথমবার সমঝোতার মাধ্যমে এ ক্লাবের কমিটি গঠন করা হয়। পরের বছর নির্বাচন কমিশনের মাধ্যমে গঠিত হয় নির্বাচিত কমিটি। এ কমিটি দায়িত্ব গ্রহণের পর পর পরাজিত তিন/ চার জন সদস্য নিষ্ক্রিয় হয়ে পড়েন। এর বেশ কয়বছর পর পরাজিত কয়েক সদস্য বিলুপ্ত বাহুবল প্রেসক্লাবকে টেনে তোলার চেষ্টা করেন এবং বাহুবল প্রেসক্লাবের ব্যানারে একটি সংগঠনের কাঠামো জানান দিতে কোমর বেধে মাঠে নামেন।
এরই ধারাহিকতায় সম্প্রতি বাহুবল প্রেসক্লাব একটি নতুন কমিটি ঘোষণা করে এবং ২৭ জানুয়ারী এ কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্যোগ নেয়।
অপরদিকে বাংলাদেশ প্রেসক্লাব নামের অপর একটি ক্লাব উপজেলা হলরুমে একই দিন এবং একই সময় অভিষেক অনুষ্ঠানের ঘোষণা দেয়।
এতে দুই ক্লাব মুখোমুখি অবস্থান গ্রহন করায় সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
Leave a Reply