বাহুবলে জমিতে হালচাষ নিয়ে সংঘর্ষে নিহত,১ আহত ২০
জুবায়ের আহমেদ, বাহুবল
প্রকাশিত : ৯/৬/২৫ — ৪:৩৯
জুবায়ের আহমেদ, বাহুবল(হবিগঞ্জ)প্রতিনিধিঃহবিগঞ্জের বাহুবলে জমিতে হালচাষ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে আলী আহমদ(৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছে, এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ৯ জুন সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার ৪নং সদর ইউনিয়নের জারিয়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার জারিয়া বড় বাড়ির জামাল মিয়া তার জমিতে হালচাষ করতে প্রতিবেশী
ট্রাক্টর চালক জাহাঙ্গীর মিয়াকে অনুরোধ করেন।কিন্তু অন্যের একটি হালচাষ করা জরুরী বিদায় জাহাঙ্গীর মিয়া ঐ জমিতে হালচাষ করতে যাওয়ার চেষ্টা করেন। এ নিয়ে জারিয়া বড় বাড়ির জামাল মিয়া ও ট্রাক্টর চালক জাহাঙ্গীর মিয়ার মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।এমতাবস্থায় জামাল মিয়া ও জাহাঙ্গীর মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সংঘর্ষে জড়িয়ে পড়েন।প্রায় ঘন্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।স্থানীয় লোকজন এগিয়ে এসে আলী আহমদ সহ আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মিজানুর রহমান শাহীন আলী আহমদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ গিয়াস উদ্দীন ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে বাহুবল মডেল থানার এস আই সোহেল মাহমুদের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার,সেনাবাহিনী ও বাহুবল মডেল থানা পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষণিক একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply