বাহুবলে ব্রীজের উপর বাস দাড়ানো নিয়ে সংঘর্ষ।। সড়ক অবরোধ
বাহুবল হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে ব্রীজের উপর বাস দাড় করানোর ঘটনাকে কেন্দ্র করে প্রাইভেট কার যাত্রী ও চেকারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হবিগঞ্জ বাস মালিক সমিতির স্থানীয় অফিসে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে ৫ জন আহত হয়। এর প্রতিবাদে বাস ব্যরিকেট দিয়ে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৬ টা থেকে পৌনে সাতটা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দের সহযোগিতায় বিচারের আশ্বাস দিলে বাস মালিক সমিতির শ্রমিকরা অবরোধ তুলে নিলে পৌনে এক ঘন্টা পর সড়কে যানবাহন চলাচল স্বভাবিক হয়। আহতরা প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন।
বাহুবল মডেল থানার এসআই মুকছেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply