বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় ২৮ আগস্ট
বিবিএস ডেস্ক।।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় আগামী ২৮ আগস্ট ঘোষণা করা হবে। গত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মুহা. আবু তাহের যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করেন।
২০০৯ সালের ৫ জানুয়ারি দুদক রমনা থানায় মামলা করে গয়েশ্বরের বিরুদ্ধে দুই কোটি ৮৬ লাখ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনে। একই বছরের ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করা হয় এবং ২০১০ সালের ফেব্রুয়ারিতে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। তবে গয়েশ্বরের আবেদন বিবেচনায় হাইকোর্ট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিলে বিচার বন্ধ হয়ে যায়।
দীর্ঘ প্রায় ১২ বছর পর ২০২২ সালের নভেম্বরে হাইকোর্ট স্থগিতাদেশ প্রত্যাহার করে বিচার দ্রুত শেষ করার নির্দেশ দিলে আবার মামলার কার্যক্রম শুরু হয়। এ সময় অভিযোগপত্রভুক্ত ৪৭ জন সাক্ষীর মধ্যে ২৯ জন আদালতে সাক্ষ্য দেন।
Leave a Reply