রাইটওয়ের_৯৭_জনের_বৃত্তি_লাভ।
কিন্ডারগার্টেন ফোরামের বৃত্তি পরীক্ষা-২০২৪ এ
রাইটওয়ে কেজি এন্ড হাই স্কুল এর ঈর্ষনীয় সাফল্য। এর মধ্যে মীর মোঃ অনন্ত ট্যালেন্টপুল বৃত্তি লাভ করেছে।
৭২ জন সুপার ট্যালেন্টপুল, ২০ জন ট্যালেন্টপুল ও ৫ জন সাধারণ গ্রেডে মোট ৯৭ জনের বৃত্তি লাভ।
এ সাফল্যের গর্বিত অংশীদার রাইটওয়ে কেজি এন্ড হাইস্কুল এর প্রিয় শিক্ষার্থী ও শ্রদ্ধয়ে শিক্ষক শিক্ষিকাবৃন্দগনের। এদিকে অভিভাবকবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন রাইটওয়ের অধ্যক্ষ মোঃ আফজাল আহমেদ। রাইটওয়ের উত্তর-উত্তর
সফলতা কামনা করেন, উক্ত স্কুলে অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
Leave a Reply