শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুলিশ অফিসারকে মাদক পাচারে সম্পৃক্ততার অভিযোগে প্রত্যাহার
বিবিএস ডেস্ক
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে ফেনসিডিলসহ পুলিশের তিন সোর্স আটক হওয়ার ঘটনায় অভিযুক্ত এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। লোহাগাড়া থানার তদন্ত পরিদর্শক রবিউল আলম খান জানান, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে চুনতি বাজার এলাকায় তিনজনকে ৪৮ বোতল ফে*নসি*ডিল ও একটি প্রাইভেটকারসহ স্থানীয়রা আটক করে সেনাবাহিনীর কাছে সোপর্দ করে। আটকরা—রমিজ উদ্দিন, নাজিম উদ্দিন ও তাজুল ইসলাম—দাবি করেন, তারা পুলিশের সোর্স এবং এসআই কামাল তাদের এই ফে*নসি*ডিল দিয়ে লামা উপজেলায় পৌঁছে দিতে বলেছিলেন।
স্থানীয়রা জানান, পুলিশের মাধ্যমে মা*দ*ক পাচারের অভিযোগ আগেও শোনা গেছে। এ ঘটনায় শিক্ষার্থীদের নজরদারির মধ্যেই আট ঘণ্টা অপেক্ষার পর সোর্সদের মা*দ*কসহ ধরা হয়। উল্লেখ্য, এসআই কামাল চলতি বছরের এপ্রিলে শ্রেষ্ঠ মা*দ*ক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হয়েছিলেন।
Leave a Reply