সাংবাদিকদের আন্দোলনের মুখে প্রশাসনের মধ্যস্থতায় বৈঠক
দ্রুত সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদ করে নির্বাচন করবে হবিগঞ্জ প্রেসক্লাবের এডহক কমিটি
স্টাফ রিপোর্টার
হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কার আন্দোলনে থাকা সাংবাদিকদের বিভিন্ন দাবির বিষয় সুরাহা করতে আন্দোলনরত সাংবাদিকদের প্রতিনিধি ও প্রেসক্লাবের এডহক কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন হবিগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘন্টাব্যাপী বৈঠকে সংস্কারের ৫ দফা দাবির বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় আগামী ৩ মাসের মধ্যে ভূয়া সদস্য বাতিল, প্রকৃত সাংবাদিকদের অন্তর্ভুক্ত করে নতুন ভোটার তালিকা হালনাগাদ ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈঠকে উপস্থিত সূত্রে জানা যায়, শুরুতে প্রেসক্লাব নেতারা ক্লাবের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় আন্দোলনরত সাংবাদিকদের দাবি যৌক্তিক বলেও সমর্থন করেন। এক পর্যায়ে তারা স্বীকার করেন, প্রেসক্লাবে এখনও বেশ কয়েকজন অসাংবাদিক রয়েছেন। প্রেসক্লাব নেতারাও সংস্কারের পক্ষে।
এসময় আন্দোলনরত সাংবাদিকদের প্রতিনিধিরা তাদের দাবি মেনে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা তোলে ধরেন।
পরে জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, পুলিশ সুপার রেজাউল করিম খান ও জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোঃ আসাদুজ্জামান কাউছারের মধ্যস্থতায় প্রেসক্লাব নেতারা বিদ্যমান এডহক কমিটির মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে ভূয়া ভোটারদের সদস্য বাতিল করে প্রকৃত সাংবাদিকদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে নির্বাচনের আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমান, পুলিশ সুপার রেজাউল করিম খান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক আসাদুজ্জামান। প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন ক্লাবের এডহক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক, হারুনুর রশিদ চৌধুরী, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, প্রদীপ দাশ সাগর, রাসেল চৌধুরী ও পাবেল খান চৌধুরী।
সংস্কার আন্দোলনের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন এখন টেলিভিশন’র প্রতিনিধি কাজল সরকার, দৈনিক প্রভাকর এর ভারপ্রাপ্ত সম্পাদক সহিবুর রহমান, মাই টিভি প্রতিনিধি নিরঞ্জন গোস্বামী শুভ, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আব্দুল হান্নান চৌধুরী টিপু।
গত ৩০ ডিসেম্বর থেকে হবিগঞ্জ প্রেসক্লাব সংস্কারের ৫ দফা দাবিতে লাগাতার মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি পালন করছিলেন সাংবাদিকরা। তারই ধারাবাহিকতায় গত সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসক ড. ফরিদুর রহমানের মধ্যস্থতা করে মঙ্গলবার দুই পক্ষের সঙ্গে বৈঠকের আহবান করেন।
এদিকে, আন্দোলনরত সাংবাদিকরা বৈঠকের মধ্যস্থতাকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা বেশ কয়েকদিন ধরে প্রেসক্লাব সংস্কার আন্দোলন চালিয়ে আসছি। ইতোমধ্যে আমাদের ৫ দফা সংস্কারের বিষয়ে হবিগঞ্জের রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ সমর্থন জানিয়েছেন। আমরা জেলা প্রশাসনের ডাকে সাড়া দিয়ে বৈঠকে বসেছি। সংস্কারের জন্য তারা সময় নিয়েছেন। আমরা বিশ্বাস করি, প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদেরকে সামনে যে কথা দিয়েছেন, বুধবার থেকেই তা বাস্তবায়নে কার্যক্রম শুরু করবেন। যদি কোন টালবাহানা করা হয়, তাহলে হবিগঞ্জবাসীকে সাথে নিয়ে আমরা সকল অপচেষ্টা রুখে দিব।
Leave a Reply