সেনাবাহিনীর অভিযানে
বাহুবল বাজার শৃঙ্খলায়
প্রকাশিত : ২১/৬/২০২৫ – ৮:৩০
সাজিদুর রহমান।। বাহুবল হবিগঞ্জ।।
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি ।। হবিগঞ্জের বাহুবল বাজারের অলিগলি ছিল এলোমেলো। চলাচলকালে জনসাধারণকে প্রতিনিয়ত পড়তে হতো বিড়ম্বনায়। ব্যবসায়ীদের মালামাল রাখার কারণে চলাচল করা ছিল দুষ্কর। এমন এক বিরক্তিকর পরিস্থিতির বিষয়টি সেনাবাহিনীর নজরে এলে গ্রহণ করেন প্রশংসনীয় পদক্ষেপ।
শনিবার দুপুর ১২ টার দিকে ওয়ারেন্ট অফিসার সাহেবুর রহমানের নেতৃত্বে মাত্র এক ঘন্টার অভিযানে অলিগলি গুলোতে ফিরিয়ে আনা হয় শৃঙ্খলা। ব্যবসায়ীরা তাদের এলোপাতাড়িভাবে রাখা মালামাল গুছিয়ে নেয়ায় ঝঞ্ঝাল মুক্ত হয় বাহুবল বাজার।
এছাড়া বাজারের গণশৌচাগারটি বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মিয়ার কবল থেকে উদ্ধার করা হয়। জনস্বার্থে পরিচালিত সেনাবাহিনীর এ অভিযানকে ভুক্তভোগী জনসাধারণ স্বাগত জানিয়েছেন।
Leave a Reply