হবিগঞ্জের ইতিহাসে প্রথমবারের মতো হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৫ কোটি টাকা বাজেট ঘোষণা, সহযোগিতা চাইলেন ভিসি।
মীর মোঃ আব্দুল কাদির হবিগঞ্জ।।
হবিগঞ্জে প্রথমবারের মতো কৃষি বিশ্ববিদ্যালয়ের বাজেট সোমবার (৭ অক্টোবর) দুপুরে হবিগঞ্জে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দের সামনে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাড়ে ১৫ কোটি টাকা বাজেট ঘোষণা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ। সংবাদ সম্মেলনে ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণার মাধ্যমে স্বচ্ছতার সাথে বৈষম্যমুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালনার অঙ্গীকার ঘোষণা করেছেন। উপাচার্য। ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের মোট বাজেট ১৫ কোটি ৫০ লক্ষ টাকা। এর মধ্যে ১৫ কোটি ২০ লক্ষ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি) বাকী ৩০ লক্ষ টাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে অর্জিত রাজস্ব। ২০২৪-২০২৫ অর্থ বছরে মোট আবর্তক অনুদান ১০ কোটি ৮২ লক্ষ টাকা। এর মধ্যে বেতন খাতে ৩ কোটি ৮৩ লক্ষ ৪০ হাজার টাকা, ভাতা খাতে ২ কোটি ৫৪ লক্ষ ১০ হাজার টাকা, পণ্য ও সেবা বাবদ সহায়তা খাতে ৪ কোটি ১৫ লক্ষ ৫০ হাজার টাকা, গবেষণা অনুদান খাতে ২২ লক্ষ টাকা, প্রাথমিক স্বাস্থ্যসেবা বাবদ ৩ লক্ষ টাকা, ও অন্যান্য অনুদান ৪ লক্ষ টাকা। এ ছাড়া মোট মূলধন অনুমান ৪ কোটি ৬৮ লক্ষ টাকা। এর মধ্যে যন্ত্রপাতি ২ কোটি ২৫ লক্ষ টাকা, যানবাহন ৯৮ লক্ষ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অনুদান ৯৫ লক্ষ টাকা ও অন্যান্য মূলধন অনুদান ৫০ লক্ষ টাকা। ছাত্র কল্যাণে মোট বাজেট ৩৬ লক্ষ ৬৮ হাজার টাকা। এরমধ্যে মধ্যে মেধা ও বৃত্তি বাবদ ৪ লক্ষ টাকা, ছাত্রী হল বাবদ ১৯ লক্ষ ৬৮ হাজার টাকা, ফিল্ড ওয়ার্ক ও শিক্ষা সফর বাবদ ৬ লক্ষ টাকা, খেলাধুলা ৩ লক্ষ টাকা, বিএনসিসি ও রোভার স্কাউট ১ লক্ষ টাকা, ক্রীড়া সমগ্রী ৩ লক্ষ টাকা। বিগত২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ছিল ১০ কোটি ২৬ লক্ষ ৫০ হাজার টাকা। ২০২৪-২০২৫ অর্থ বছরে বাজেট বৃদ্ধি হয়েছে ৫ কোটি ২৩ লক্ষ ৫০ হাজার টাকা, বৃদ্ধির হার ৫১ শতাংশ। উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ আরও বলেন, সরকারের নির্দেশে ও মহামান্য রাষ্ট্রপতির নিয়োগপ্রাপ্ত হয়ে স্বচ্ছতার সাথে বৈষম্যহীন ভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবো আমার অঙ্গীকার। এসময় উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এসব বলেন। এসময় সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক পাভেল খাঁন চৌধুরী, সাবেক সভাপতি গোলাম মোস্তফা রফিক, মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, মোঃ ফজলুর রহমান, সোয়েব চৌধুরী, রুহুল হাসান শরীফ, সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ দাশ সাগর, হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরাম এর সাবেক সভাপতি শাকিল চৌধুরী প্রমুখ।
Leave a Reply