হবিগঞ্জের বাহুবলে ট্রাক্টরের চাপায় এক পথচারী শিশু নিহত হয়েছেন।
বিবিএস ডেস্ক।।
সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার লামাতাশী ইউনিয়নের কবিলাশপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাহুবল উপজেলার ৫নং লামাতাশী ইউনিয়নের নন্দনপুর কবিলাশপাড়া গ্রামের নাছিম উদ্দিনের মেয়ে রোববার তার ৪ বছর বয়সী পুত্র মো. ইসমাঈল হোসেনকে নিয়ে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি কবিলাশপাড়া গ্রামে এসেছিলেন।
সোমবার দুপুর সাড়ে ১২টায় শিশু ইসমাঈল হোসেনসহ অন্যান্য শিশুরা খেলাধুলা করছিল। এ সময় বাঁশ বোঝাই একটি ট্রাক্টর রাস্তা দিয়ে যাচ্ছিল। শিশুটি হঠাৎ ট্রাক্টরের সামনে পড়ে গুরুতর আহত হয়।
স্থানীয়রা এবং ট্রাক্টরের চালক ইয়ান উদ্দিন শিশুটিকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই ইব্রাহিম হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। তারা লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ট্রাক্টর জব্দ ও চালক ইয়ান উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যান।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন
Leave a Reply