হবিগঞ্জের বাহুবলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১২ গ্রামবাসীর মাঝে টর্চজ্বালিয়ে সংঘর্ষ চলছে, আহত অর্ধশতাধিক।
বাহুবল প্রতিনিধি হবিগঞ্জ।।
হবিগঞ্জের বাহুবলে তুচ্ছ ঘটনার জের ধরে বিকাল ৪ টা থেকে এ রিপোর্ট পাঠানো পর্যন্ত রাত ৮ টা ৪০ ১২ গ্রামবাসীর মাঝে এক রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে। আজ ১ এপ্রিল ( মঙ্গলবার) স্থানীয় বানিয়াগাও গ্রামের জনৈক যুবকের সাথে তুচ্ছ বিষয় নিয়ে চারগাও গ্রামের এক যুবকের হাতাহাতি হয়। এর জের ধরে মিরপুর বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুরের ঘটনা ঘটে। এনিয়ে প্রথমে দু গ্রামের মাঝে সংঘর্ষটি পরবর্তীতে আশেপাশের আরও ১০ টি গ্রামের লোকজনের মাঝে ছড়িয়ে পরে। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খেতে হয়। এমনটিই জানিয়েছেন বাহুবল থানার এক পুলিশ কর্মকর্তা। এ সংঘর্ষ প্রায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে। তাদেরকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। প্রায় ৫ ঘন্টা সংঘর্ষের পর সেনাবাহিনীর হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply