হবিগঞ্জের লাখাই তুচ্ছ ঘটনায় পৃথক স্হানে
দুদিনের রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত-১
আহত ৬০
আব্দুল নুর বাবুল হবিগঞ্জ।।
হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৃথক দুটি স্হানে গতকাল ও আজ ২ এপ্রিল সংঘর্ষে ১জন নিহত ও অন্ততপক্ষে ৬০ জন আহত হয়েছে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, ঈদের পর দিন তেঘরিয়া মুড়িয়াউক গ্রামে ও আজ বুধবার জিরুন্ডা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মাঝে পৃথক দুটি স্হানে দফাদফায় রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ব একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এ ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, মুড়িয়াউক গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার শফিকুর রহমান (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষ। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় সন্দেহজনক ২ জনকে আটক করেছে পুলিশ। একই দিন তেঘরিয়া গ্রামের ভাঙ্গারী ব্যবসায়ী দুপক্ষের মধ্যে একটি পুরোনো টেলিভিশন বিক্রি করা নিয়ে বিরোধের জের ধরে কাশেম ও খলিলের পক্ষ সালিশ বৈঠকে লিটনের পক্ষের লোকজনদের উপর হামলা চালায়।
এ সময় সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ১৭ জনকে আটক এবং অর্ধশত দেশীয় অস্ত্র উদ্ধার করে।
অপরদিকে বুধবার জিরুন্ডা গ্রামে একে অপরের চুল লম্বা বা খাটো বলা নিয়ে তর্ক- বির্তকের এক পর্যায়ে দু পক্ষের এক রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পরে, এতে আহত হন ৩০ জন।
Leave a Reply