হবিগঞ্জের আজমিরীগঞ্জ দুটি নিরীহ পরিবারের মালিকানা ভূমি জোর পূর্বক দখল করে নেয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ভুক্তভোগীরা হবিগঞ্জ প্রেসক্লাবে সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে জানান, আজমিরীগঞ্জের মামুদপুর গ্রামের জাকির হোসেন ও আবু হোসেন একটি ভূমি খরিদ করে দীর্ঘ ২৩ বছর যাবত বাসবাস ও দুটি দোকান ঘর নির্মাণ করে ব্যবসা বানিজ্য করে আসছেন। ওই ভূমিটির উপর কুনজর পরে, পাশের ভূমির মালিক প্রভাবশালী মৃত অশ্বিনী কুমার রায়ের পুত্র অমল কুমার রায়। সে জাকির হোসেন ও আবুল হোসেনকে বিভিন্ন ভাবে প্রস্তাব করে, তাদের ভূমিটি অমল কুমারের নিকট বিক্রি করে দিতে। তার জায়গাসহ সম্পন্ন জায়গায় নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে। এতে জাকির হোসেন ও আবুল হোসেন, তাদের ভিটা বাড়ি বিক্রি করবে না। জানিয়ে দিলে, অমল কুমার তার দলবল নিয়ে তাদের উপর সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজি মামলা। এমনকি নিরীহ পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি – ধমকি দিয়েছে আসছে। তারা চরম নিরাপত্তাহীনতা ভুগছেন বলে সংবাদ সম্মেলন বলেন। এতে সরকারের উধ্তর্ধন মহলের সদয় দৃষ্টি কামনা করেন ভুক্তভোগীরা।
Leave a Reply