1. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  2. news@gmail.com : news :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেটের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭ টাইম ভিউ

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৬ কেজি গাঁজা উদ্ধার, দুই মাদক ব্যবসায়ী আটক

আব্দুর নুর বাবুল।।
হবিগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯), সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

র‍্যাব জানায়, ২৪ আগস্ট রাত আনুমানিক ২২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন চা-বাগান সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৫৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন— শাহাবউদ্দিন (৩৫), পিতা মৃত আবু শামা, সুরুতা গ্রামের বাসিন্দা এবং মোসা মিয়া (৩৮), পিতা মৃত মিশু মিয়া, গোয়ালনগর গ্রামের বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা যায়, আটক আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা মাধবপুর সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করতো। জিজ্ঞাসাবাদে তারা গাঁজা ও গাঁজার গুঁড়া বিক্রির উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর