হবিগঞ্জে সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত।।
oplus_1024
আব্দুর নুর বাবুল হবিগঞ্জ।।
বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও আলোচনা সভা ( ১৯ আগষ্ট) মঙ্গলবার হবিগঞ্জ পৌরসভা মাঠে অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সৈয়দ মুশফিক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমরানের পরিচালনায়, অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার ৩ বারের পদত্যাগী মেয়র আলহাজ্ব জি কে গউছ, প্রধান বক্তৃতা হিসেবে উপস্থিত ছিলেন, বৈদেশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মুকিব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য বিএনপি’র সহসভাপতি শেখ সুজাত মিয়া, এনামুল হক এনাম,আহাম্মদুল হক আবদাল,এনামুল হক সেলিম, ইসলাম তরফদার তনুসহ অনেকই। এসময় উপস্থিত থেকে প্রধান অতিথি আলহাজ্ব জি কে গউছ বলেন, আওমামী ফ্যাসিষ্ট শেখ হাসিনা কথায় – কথায়, আপোষহীন-দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনগণের সাথে কটুক্তি ভাষায় হুংকার দিয়ে কথা বলতেন, সব সময় ২০৪১ সালে স্বপ্ন দেখতেন, জনসাধারণ কে দেখাতেন, সারাদেশে সকল সরকারি দপ্তরে নিজ আওয়ামী ক্যাডারদের বসিয়ে আমাদের উপর অত্যাচার – নির্যাতন ও গায়েবি মামলা দিয়ে, গ্রেফতার করিয়ে বছরের পর বছর কারাগারে রেখেছেন,বিলাস বলতে কিছু ছিল না। আমাদের অহংকার আগামীর প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক তারেক রহমানের উপর অমানুষিক নির্যাতন করে, গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছে হাসিনা ও নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনী। দেশে লুটপাট,নির্যাতন আর যড়যন্ত্র মামলায় দলীয় নেতাকর্মীদের জীবন বিপন্ন করে দিয়েছে। ২০২৪ইং বৈষম্য বিরোধী ছাত্র – জনতার আন্দোলনে আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানকে নির্দেশ বিএনপির নেতাকর্মীরা ঝাপিয়ে পড়ে আন্দোলনে,এতে হাজার – হাজার নেতাকর্মী ও ছাত্র – জনতার জীবন ও পুঙ্গত্ববরণের বিনিময়ে আজ নতুন একটি স্বাধীনতা অর্জন হয়েছে। তা কোন ভাবেই বিনিষ্ট করেতে দেয়া যাবে না, সকলের সহযোগিতায় রক্ষা করতে হবে। তারেক রহমান বীরের বেশে শ্রীগ্রেই ফিরে আসবে বাংলাদেশ দেশে, সারা দেশের কোটি – কোটি মানুষের উপস্থিতিতে বরণ করা হবে, সবাই প্রস্তুত আছেন কি – না? হাতে তুলে জানান দেন। পরে এক র্যালি হবিগঞ্জ শহরে প্রদর্শনের মাধ্যমে শেষ হয়।
01715-470299
Leave a Reply