হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বানিয়াচংয়ের যুবলীগ নেতা গ্রেফতার।।
আকিকুর রহমান রুমন:-
হবিগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বানিয়াচংয়ের যুবলীগ নেতা আব্দুল হাদী(৪৫)কে
গ্রেফতার করা হয়েছে।
পরে তাকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২৪ আগস্ট
(রবিবার)
বিকাল ৩টার দিকে শহরের বেবী স্ট্যান্ড এলাকা থেকে আব্দুল হাদীকে গ্রেফতার করেন সেনাবাহিনী।
গ্রেফতারকৃত যুবলীগ নেতা হাদী সম্পর্কে থানা পুলিশ সূত্রে জানাযায়,
হবিগঞ্জ সদর থানার ১২/১৮১নং মামলার ৫৮ নাম্বার পলাতক আসামি ছিলো হাদী।
গ্রেফতারকৃত আব্দুল হাদী বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের উমরপুর গ্রামের আফরোজ মিয়ার পুত্র।
এছাড়াও আব্দুল হাদী ৬নং কাগাপাশা ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলো দীর্ঘদিন ধরে।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।।
Leave a Reply