1. bangladeshbulletinnews@gmail.com : bangladeshbulletinnews bangladeshbulletinnews : bangladeshbulletinnews bangladeshbulletinnews
  2. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  3. bbsnewsbd.online@gmail.com : bbsnewsbd.online bbsnewsbd.online : bbsnewsbd.online bbsnewsbd.online
  4. kabiderasorshahittoporisodekothaboli@gmail.com : kabiderasorshahittoporisodekothaboli kabiderasorshahittoporisodekothaboli : kabiderasorshahittoporisodekothaboli kabiderasorshahittoporisodekothaboli
  5. news@gmail.com : news :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

হবিগঞ্জ সরকারী মেডিকেল কলেজ রক্ষায় ছাত্র দল অগ্রনী ভূমিকা রাখবে,, সকল যড়যন্ত্র হবিগঞ্জবাসীকে নিয়ে রুখে দেয়া হবে। লিংকন

আব্দুর নুর বাবুল ।।
  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১২ টাইম ভিউ

হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা, অবকাঠামো উন্নয়ন ও প্রয়োজনীয় জনবল নিয়োগ করে দ্রুততম সময়ের মধ্যে মেডিকেল কলেজটি পূর্ণ উদ্যমে পরিচালনার দাবিতে শনিবার হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ লিংকন এবং পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।

 

 

এতে বক্তব্য দেন, শাহ রাজিব আহমেদ লিংকন, জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, যুগ্ম সম্পাদক মহিবুর রহমান শাওন, মেডিকেল কলেজের শিক্ষার্থী আবু হাসান, সাজিদুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, হবিগঞ্জ সরকারি মেডিকেল কলেজ শুধু হবিগঞ্জবাসীর জন্য নয়, এই মেডিকেল কলেজে ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জসহ বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। তারা চরম ভোগান্তির হাত থেকে মুক্ত হয়ে জীবনের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাচ্ছেন। বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা যেভাবে সিদ্ধান্তের কথা বলেছেন, তা দুঃখজনক। তিনি হয়তো আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেননি।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি এমন কোন সিদ্ধান্ত নেয়া হয়, তবে আমাদের কঠোর আন্দোলন ছাড়া আর কোন উপায় থাকবে না। হবিগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করা হবে।

বক্তারা আরও বলেন, “মেডিকেল কলেজ হবিগঞ্জের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। এটি কোনোভাবেই বন্ধ হতে দেওয়া যাবে না।” তারা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস, শিক্ষার্থীদের আবাসিক হল ও ডাক্তারদের প্রয়োজনীয়তা নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, “বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের দুর্নীতি ঢাকতে এবং দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে কিছু মহল হবিগঞ্জ মেডিকেল কলেজসহ সারা দেশে ৬টি মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র করছে।” তারা সতর্ক করে দেন, “যদি বন্ধ বা অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়, তবে আমরা জেলাবাসীকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তুলব এবং আমাদের মেডিকেল কলেজ রক্ষা করব। প্রয়োজনে আরও কঠোর আন্দোলন করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর