1. bangladeshbulletinnews@gmail.com : bangladeshbulletinnews bangladeshbulletinnews : bangladeshbulletinnews bangladeshbulletinnews
  2. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  3. bbsnewsbd.online@gmail.com : bbsnewsbd.online bbsnewsbd.online : bbsnewsbd.online bbsnewsbd.online
  4. kabiderasorshahittoporisodekothaboli@gmail.com : kabiderasorshahittoporisodekothaboli kabiderasorshahittoporisodekothaboli : kabiderasorshahittoporisodekothaboli kabiderasorshahittoporisodekothaboli
  5. news@gmail.com : news :
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন

৯৫৭ বিঘা জমি জব্দ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৮ টাইম ভিউ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামের আনোয়ারায় থাকা ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব সম্পদের মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা উল্লেখ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৯ মার্চ) দুদকের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল স্থাবর সম্পদ জব্দের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।

দুদকের উপপরিচালক মাহফুজ ইকবাল সম্পদ জব্দের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামের আনোয়ারায় ২৯টি দলিলের সম্পদ পাওয়া গেছে। এসব দলিলে ৩১ হাজার ৫৯৪ শতক বা ৯৫৭ বিঘা জমি রয়েছে। এসব সম্পদের মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা।

আবেদনে বলা হয়, সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন এসব স্থাবর সম্পত্তিসমূহ হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা করা, আদালতে চার্জশিট দাখিল ও বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ব্যাহত হবে।তাই উল্লিখিত স্থাবর সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারা ১৪ মোতাবেক জব্দ করা একান্ত প্রয়োজন।

দিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ তদন্তে দুদক, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের ৭ সদস্যের একটি টাস্কফোর্স টিম তদন্ত করছে। এর আগে দুদক থেকে ৩৯টি ব্যাংক হিসাবে ৫ কোটি টাকা অবরুদ্ধ করা হয়। এছাড়া গত বছরের ১৭ অক্টোবর সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের নামে থাকা দেশ-বিদেশের ৫৮০ বাড়ি, অ্যাপার্টমেন্ট, জমিসহ স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৩৪৩টি, সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি এবং যুক্তরাষ্ট্রে রয়েছে ৯টি। এছাড়া গত ৭ অক্টোবর সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমীলা জামানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর