চা শ্রমিকদের নিরব কান্না কেউ শুনে না।
বিবিএস ডেস্ক।।
চা শ্রমিকরা তাদের সন্তানদের এভাবেই গাছের ছায়ায় রেখে চা পাতা চয়ন করেন। রোদবৃষ্টি উপেক্ষা করে বিরামহীন ভাবে তাদের চা পাতা তুলতে হয়। না হলে নিরিখ হয় না।
সারাদিন পরিশ্রম করে ২১ কেজি পাতা নিরিখ তুলে অতিরিক্ত যত কেজি বেশি পাতা উত্তোলন করেন তার জন্য অতিরিক্ত মজুরি পান। এই মজুরিতে কষ্টের জীবন অতিবাহিত করেন তারা।
Leave a Reply