মাধবপুরে ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী চক্রান্তের শিকার,,
অভিযোগকারীর আমলনামা, নিয়ে তোলপাড়।
হবিগঞ্জ প্রতিনিধি।। হবিগঞ্জের মাধবপুরে ছাত্র দলের সদস্য সচিব জামিল চৌধুরী চাঁদাবাজি ৯০ হাজার টাকাসহ হাতে নাতে সেনাবাহিনীর হাতে ধরা, এঘটনায়, হবিগঞ্জ জেলার সর্বত্র নানান আলোচনা – সমালোচনা সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করতে মাঠে নামে তোরজোরে। তদন্তে বেড় হয়ে আসতে শুরু করে, সেনাবাহিনীর নিকট অভিযোগকারীনি অরুপ চৌধুরী ও তার স্ত্রীর নামে ১০ টি মামলা রয়েছে,এর মধ্যে অরুপ চৌধুরী নামের ডাকাতি মামলা ২টি,মাদক মামলা ২টি, মারামারি মামলা ১টি মোট ৫টি, তার সহধর্মিণী রাহেলা বেগম আন্তঃজেলা চক্রের গড রমনী, তার নামে ৫টি মামলা রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। এবং অরুপ চৌধুরীর বাবা ধরমন্ডল ইউনিয়নের আওয়ামী লীগের নেতা।। এ দিকে হবিগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন,এ ব্যাপারে জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘চাঁদাবাজিসহ সকল অপকর্মের বিরুদ্ধে ছাত্রদলের তথা বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পেলে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
এদিকে পুলিশ সূত্রে জানা যায় যে সব তথ্য নিম্নে:
অরুপ চৌধুরী (৩২), পিতা- মোঃ মনির চৌধুরী, সাং-ধরমন্ডল, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর পিসি/পিআর
১। (5SW7M) হবিগঞ্জ এর মাধবপুর থানার ,এফআইআর নং-১২, তারিখ- ০৮ সেপ্টেম্বর, ২০২৪; ধারা- 395/397 The Penal Code, 1860; , মামলায় তদন্তে সন্দিগ্ধ –
২। (1GGN9) ব্রাহ্মণবাড়িয়া এর নাসিরনগর থানার ,এফআইআর নং-১৪/১৩৫, তারিখ- ২৯ জুলাই, ২০২১; ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত –
৩। (2R8VP) ব্রাহ্মণবাড়িয়া এর নাসিরনগর থানার ,এফআইআর নং-৮/২২৩, তারিখ- ১১ আগস্ট, ২০১৮; ধারা- ১৯(১) এর ৯(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , অভিযোগ পত্রে অভিযুক্ত (এজাহারনামীয়) –
৪। (2HK8E) ব্রাহ্মণবাড়িয়া এর নাসিরনগর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ১০ এপ্রিল, ২০১৭; ধারা- ১৯(১) এর ৯(খ) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ; , এজাহারে অভিযুক্ত –
৫। হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-১৭/১২/২০২৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড। সিএস নং-৩৯৫/৩৯৭/৪১২ পেনাল কোড।
মোছাঃ রাহেলা (২৯), পিতা- মৃত আ: করিম, স্বামী- উরফ চৌধুরী, সাং-ধরমন্ডল, থানা-নাসিরনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া এর পিসি/পিআর
১। (1GGN9) ব্রাহ্মণবাড়িয়া এর নাসিরনগর থানার ,এফআইআর নং-১৪/১৩৫, তারিখ- ২৯ জুলাই, ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত –
২। (11PPN) নরসিংদী এর নরসিংদী মডেল থানা থানার ,এফআইআর নং-৪৪/১৯৮, তারিখ- ১৬ মার্চ, ২০১৯; ধারা- ৩৭৯/৪১১ পেনাল কোড-১৮৬০; , এজাহারে অভিযুক্ত –
৩। (2YYKU) নরসিংদী এর নরসিংদী মডেল থানা থানার ,এফআইআর নং-৮/৩৬৬, তারিখ- ০৩ জুন, ২০১৮; ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; , মামলায় তদন্তে সন্দিগ্ধ –
৪। সাতক্ষীরা এর কালীগঞ্জ থানার ,এফআইআর নং-২৬, তারিখ- ১৮ নভেম্বর, ২০২২; জি আর নং-৩৩৫, তারিখ- ১৮ নভেম্বর, ২০২২; সময়- ২০.৪৫ ঘটিকা। ধারা- ৪৫৭/৩৮০/৩২৮ পেনাল কোড-১৮৬০;
Leave a Reply