হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের প্রাচীণকালের মসজিদ টি জরাজীর্ণ, যে কোন সময় ভেঙ্গে পড়ে , ঘটে যেতে পারে বড় ধরনের দু ঘটনা। জেলা প্রশাসকের অনুমতিক্রমে নতুন করে কাজ করতে চান এলাকাবাসী। ওই মসজিদটি মুঘল সম্রাজ্রের আমলে অর্থাৎ প্রায় ৩ শ বছরের আগেই নির্মাণ করেছিলেন, ধর্মপ্রাণ মুসলমানগন। কিন্তু দীর্ঘ কয়েক বছর যাবত মসজিদে কোন ইবাদত বন্দেগি করা হচ্ছে না, জরাজীর্ণ, মসজিদের মিনার দুটি ভেঙ্গে পড়েছে, দেয়ালের খোসা পরছে ঝরে। চাঁদের উপর পেটে মসজিদের ভিতরে বৃষ্টির পানি পরে। অকেজো হিসেবে পরে আছে দীর্ঘ বছর যাবত,পাশে ছোট একটি মসজিদ নির্মাণ করেছেন এলাকাবাসী প্রাচীণ মসজিদ ঘেঁষেই প্রবেশ করতে হয়। জীবন ঝুঁকিতেই রয়েছেন এলাকার মুসল্লীগন। মসজিদটি দীর্ঘ বছরের পুরাতন হওয়ার কারণে ভেঙ্গে নির্মাণ করতে চাইলেও, কোন আইনের জটিলতায় পরেন কি- না। এর ভয়ে কোন কাজ করছেন না। এলাকার বিশিষ্ট মুরুব্বি শহীদুল ইসলাম বলেন, তিন’শ বছরের পুরান প্রাচীণ মসজিদ, আমরা আমাদের বাবা ও প্রবীণ মুরুব্বিয়ানের নিকট থেকে শুনেছি, এটি সম্ভবত মুঘল সম্রাটের আমলের হবে।
Leave a Reply