1. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  2. news@gmail.com : news :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালির মুকুটে যুক্ত হল নতুন পালক।

Reporter Name
  • আপডেটের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ২৯ টাইম ভিউ
মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালির মুকুটে যুক্ত হল নতুন পালক।
বিবিএস ডেস্ক।।
মার্কিন যুক্তরাষ্ট্রে বাঙালির মুকুটে যুক্ত হল নতুন পালক।

মিশিগান গভর্নরের নিয়োগে সাগিনাউ ভ্যালি স্টেট ইউনিভার্সিটি বোর্ডে  যোগ দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত নিউরোলজিস্ট ড. দেবাশীষ মৃধা। তিনি জোয়ান ক্রের স্থলাভিষিক্ত হবেন এবং তাঁর মেয়াদ চলবে ২১ জুলাই ২০৩৩ সাল পর্যন্ত।

দীর্ঘদিন ধরে সাগিনাউয়ের বাসিন্দা ডা. মৃধা পেশাগতভাবে বহুমুখী পরিচিতি অর্জন করেছেন। তিনি মিশিগান অ্যাডভান্সড নিউরোলজি সেন্টার-এর মালিক, একইসঙ্গে মাইমিশিগান হেলথ-এর একজন নিউরোলজিস্ট এবং সেন্ট্রাল মিশিগান বিশ্ববিদ্যালয়-এর ক্লিনিক্যাল অ্যাসোসিয়েট অধ্যাপক।

স্নায়ুবিজ্ঞান ও ঘুমবিজ্ঞান উভয় ক্ষেত্রেই তিনি বোর্ড সার্টিফাইড। ১৯৯৫ সাল থেকে মিশিগানে চিকিৎসা সেবা দিয়ে আসা এই চিকিৎসক কভেন্যান্ট হেলথকেয়ার ও অ্যাসেনশন সেন্ট মেরি’স হাসপাতালের সঙ্গেও যুক্ত।

চিকিৎসা পেশার বাইরে ড. মৃধা মানবিক উদ্যোগেও সমানভাবে সক্রিয়। তাঁর প্রতিষ্ঠিত মৃধা ফাউন্ডেশন সম্প্রদায়ভিত্তিক কাজ ও মানবকল্যাণমূলক কার্যক্রমে অবদান রেখে চলেছে।

তিনি মিশিগান স্টেট মেডিকেল সোসাইটি ফাউন্ডেশন, SVSU ফাউন্ডেশন ও সাগিনাউ কাউন্টি মেডিকেল সোসাইটির বোর্ডে দায়িত্ব পালন করেছেন।

পাশাপাশি, তিনি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং আমেরিকান একাডেমি অব নিউরোলজির সক্রিয় সদস্য।

চিকিৎসক হিসেবে যেমন তিনি প্রতিষ্ঠিত, তেমনই একজন দক্ষ লেখক হিসেবেও বিশেষ খ্যাতি রয়েছে ড. দেবাশীষ মৃধার। তিনি দর্শন ও কবিতার উপর পাঁচটি ইংরেজি বই প্রকাশ করেছেন। এর বাইরে বাংলায়ও তাঁর দুটি রচনা প্রকাশিত হয়েছে। তাঁর লেখনী শান্তি, দয়া, মানবিকতা ও ব্যক্তিগত বিকাশের বার্তা ছড়িয়ে দেয়।

বাংলাদেশে বরিশালে জন্মগ্রহণকারী ড. মৃধা ইউক্রেনের কিয়েভ মেডিকেল ইনস্টিটিউট থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে নিউরোলজি রেসিডেন্সি ও নিউরোফিজিওলজিতে ফেলোশিপ সম্পন্ন করেন। ক্লিনিক্যাল নিউরোলজিতে তাঁর পাঁচ বছরেরও বেশি গবেষণার অভিজ্ঞতা রয়েছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর