নবীগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাজাঁ, কলকি ও চাকু সহ ২জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
এম.মুজিবুর রহমান:
নবীগঞ্জ( হবিগঞ্জ) থেকেঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ও
গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার ১৯ আগস্ট রাত ১১টার থেকে ২০ আগস্ট বুধবার সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত অভিযান পরিচালনা করে
সেনাবাহিনীর মেজর কাজী ফয়সাল এর নেতৃত্বে (বানিয়াচং উপজেলা পরিষদ (৬ বীর আর্মি ক্যাম্প) থেকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চৈতন্য জালালপুর গ্রাম ও আউশকান্দি ইউনিয়নের ঢাকা- সিলেট মহা সড়কের আউশকান্দি ভূমিহীন পাড়া গ্রামে অভিযান চালিয়ে ২জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়৷ এই মাদক ব্যাবসায়ীরা এলাকার বিভিন্ন সিএনজি চালক, অটোরিকশা চালক, চানাচুর বিক্রেতা, চায়ের দোকানীদের দিয়ে খুচরা ও পাইকারী মাদক ব্যবসার বিশাল সিন্ডিকেট তৈরী করে আসছিলেন। এতে, এলাকার যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ হয়ে ওঠে। মধ্য বয়সী ও উঠতি বয়সী যুবক ও বিভিন্ন লোকদের দিয়ে নির্বিঘ্নে তারা মাদক সেবনের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে পেশী শক্তি ও ক্ষমতার অপব্যহার করে করে অংকের টাকার বিনিময়ে দল বেধেঁ বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নানান অপকর্ম করে আসছিলেন। এসব অপকর্মের টাকা দিয়ে মাদক ক্রয়- বিক্রয় করে স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের কাছে বিক্রয় করে যুব সমাজকে ধংসের দিকে ধাবিত করছেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে (বানিয়াচং উপজেলা পরিষদ ৬ বীর আর্মি ক্যাম্প) এর মেজর কাজী ফয়সাল এর নেতৃত্বে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রাম ও আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি গ্রামের ও বর্তমানে ঢাকা- সিলেট মহা সড়কের ভূমিহীন পাড়ায় হাসের ফার্মে অভিযান চালিয়ে কুখ্যাত ২ জন গাঁজা ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে জব্দকৃত মালামাল উদ্ধার ৯শ গ্রাম গাঁজা, ১৫টি কলকি ও বিভিন্ন ধরনের ৪টি চাকু। আটককৃত ব্যাক্তিরা নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের চৈতন্য জালালপুর গ্রামের মৃত নুরুল ইসলাম এর পুত্র মোঃ বোরহান উদ্দিন ওরপে শেখ (৭০), ও আউশকান্দি ইউনিয়নের আউশকান্দি মহা সড়কের পাশ্বে ভূমিহীন গ্রামের মৃত রফিক উদ্দিনের পুত্র মোশাহিদ উদ্দিন ওরপে মশন (৬৭)।
উক্ত গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল সহ নবীগঞ্জ থানার ডিউটি আফিসার এ,এস,আই হিল্লোল এর নিকট হস্তান্তর কারা হয়। এদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে৷
Leave a Reply