নবীগঞ্জের শৈলা গ্রামে একই পরিবারের ৩জনকে আহত করেছে হামলাকারীরা৷ মামলা করে হুমকিতে বিপাকে কৃষক পরিবার!
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের
নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের শৈলা গ্রামের কলেজ পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরধরে একই পরিবারের ৩ জনকে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন৷
আহতরা হলেন, ওই গ্রামের বর্গাচাষী কৃষক সমরু মিয়া(৫৫),তার মাতা দিলকুশ বিবি (৮৫) ও কৃষকের মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী রুমি বেগম (১৪)৷ আহতদের মধ্যে গুরুতর আহত সমরু মিয়াকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে তার অবস্থার বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন, সেখানে তিনি ২দিন চিকিৎসা নেন৷ অপর আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷ আহত সূত্রে জানাগেছে, একই গ্রামের আব্দুল মানিক মিয়ার পুত্র লিলু মিয়া, আবুল মিয়া,আলাল মিয়া ও সেবুল মিয়া গংরা তাদের দু:সম্পর্কের আত্মীয় হন৷ গত ১৭ আগষ্ট রবিবার বিকেলে তাদের ভিটে বাড়ী ও জায়গা থেকে বিভিন্ন ফসলাদি ও গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যায় প্রভাবশালীরা, এভাবে প্রায়ই প্রভাব বিস্তার করে অসহায় পরিবারের ব্যাপক ক্ষতি সাধন করেন এই চক্র৷ এর প্রতিবাদ করলে পূর্ব পরিকল্পিত ভাবে অসহায় পরিবারের মানুষের উপর দেশীয় অস্ত্র শস্ত্র সহকারে তারা হামলা চালিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে ক্ষতবিক্ষত করে হামলাকারীরা৷ এসময় তাদের আর্তচিৎকার শোনে আশপাশের লোকজন এসে প্রভাবশালী লাটিয়াল বাহিনীর হাতথেকে তাদের রক্ষা করে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন৷
এঘটনায় হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট( ক-গ ৫) আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে নবীগঞ্জ থানাকে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রদান করেছেন৷ এখবরে হামলাকারীরা আহত কৃষক ও তার পরিবারকে বিভিন্ন ভাবে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে ৷ অপরদিকে একটি ধান বোঝাই ট্রলি দূর্ঘটনায় গত ২০ আগষ্ট বিকাল ৩টায় নবীগঞ্জ কাজির বাজার সড়কের কাজির গাঁও ব্রীজের পাশে আহত হন তাদের প্রতিপক্ষ আলী হোসেন নামের ব্যক্তি,এটাকেও তিনি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছেন বলে কৃষক সমরু মিয়া জানান৷ তিনি আরো বলেন,প্রভাবশালীদের একের পর এক
নানা ধরনের হুমকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, যেকোনো সময় আমাদের জানমালের আরো ব্যাপক ক্ষতি সাধন করতে পারে দৃস্কৃতিকারীরা, আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি৷
Leave a Reply