
Oplus_131072
কারা নির্যাতিত দুই নেতার প্রেম।
বিবিএস ডেস্ক।
ফ্যাসিস্ট সরকারের নিপীড়ন অত্যাচার আর বছরের পর বছর কারাগারে
নির্যাতিত দুই নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ, আজ বৃহস্পতিবার দুজনের সাক্ষাত হওয়ার পর আবেগে – আফুর্ত হয়ে কোলামোদন করেন দু জাতীয় নেতা, তাদের হাসিতে, দীর্ঘ বছরের জমানো কষ্ট মনে হয় নির্মিষেই হওয়া হয়ে যায়। বিষয় টি নেতাকর্মীদের মাঝে আনন্দ জোগায়।
Leave a Reply