1. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  2. news@gmail.com : news :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

হবিগঞ্জের পুলিশ সুপার কি বললেন ?

Reporter Name
  • আপডেটের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪৬ টাইম ভিউ

হবিগঞ্জের পুলিশ সুপার কি বললেন?

বিবিএস ডেস্ক।।

হবিগঞ্জ জেলায় “দাড়ি রাখায় লঘুদণ্ড” সংক্রান্ত স্পর্শকাতর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আংশিক প্রচারের বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় হবিগঞ্জ জেলা পুলিশ ধর্মীয় অনুভুতি ও মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার অত্র জেলার সম্মানিত আলেমবৃন্দের সাথে এ বিষয়ে আলোচনা করেন। আলোচনাকালে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কোর্ট জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মুস্তাফিজুর রহমান, বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা ইমাম ও খতিব সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মুফতি কে এম এ ওয়াহাব নাঈমী, হবিগঞ্জ সদর মডেল থানা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, হবিগঞ্জ জেলা বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি কামরুল ইসলাম, আল এনাতাবাদ জামে মসজিদ হবিগঞ্জের সম্মানিত খতিব মুফতি হাফেজ জাকারিয়া আহমদ, ২নং পুল সুন্নী জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি আবুল বাশার হানাফী, হবিগঞ্জ কেন্দ্রিয় সুন্নী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব মো আব্দুল মজিদ পিরিজপুরীসহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উক্ত বিষয়ে হবিগঞ্জ নুরুল হেরা জামে মসজিদের সম্মানিত খতিব হাফিজ মাওলানা মাসরুরুল হক হবিগঞ্জী ও হবিগঞ্জ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত সেক্রেটারী জনাব মোঃ শামসুল হুদাদ্বয়ের সাথেও মোবাইলফোনে আলোচনা হয়।

আলোচনাকালে এ বিষয়ে ইসলামী শরীয়া মোতাবেক দাড়ি রাখার বিষয়ে কোন শাস্তি দেওয়া হয়নি মর্মে দলিল দস্তাবেজ উপস্থাপনপূর্বক যথাযথভাবে আশ্বস্থ করা হয়। এতে সকলেই ঐকমত্য পোষণ করে হবিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর