1. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  2. news@gmail.com : news :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল। 

Reporter Name
  • আপডেটের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪০ টাইম ভিউ
ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে ধস, ঝুঁকিতে যান চলাচল।
চুনারুঘাট প্রতিনিধি।।
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রামগঞ্জ এলাকায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, কয়েকদিনের টানা বর্ষণে সড়কের নিচে গভীর গর্ত তৈরি হয়। দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে মাটি সরে গিয়ে রোববার (৭ সেপ্টেম্বর) ওই অংশে ভয়াবহ ভাঙন সৃষ্টি হয়। ভাঙা অংশের পাশে খুঁটির ওপর বস্তা দিয়ে অস্থায়ীভাবে বাঁধাই করা হলেও তাতে ঝুঁকি কমেনি।
২০১৯ সালে একই স্থানে প্রায় ৫০ ফুট সড়ক ধসে যাওয়ার পর গাইডওয়াল নির্মাণ করা হয়েছিল। কিন্তু আবারও ধস নামায় স্থানীয়রা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।
অটোরিকশাচালক রনি আহমেদ বলেন, “এই রাস্তা দিয়ে চলাফেরা করা খুবই বিপজ্জনক। যেকোনো সময় যাত্রী বা পণ্যবাহী গাড়ি ছড়ায় পড়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. শহীদুল ইসলাম জানান, বৃষ্টির সময় রামগঞ্জ এলাকায় প্রবল ঢল নামে, যা রোধ করা কঠিন। তিনি বলেন, “বর্তমান ভাঙনের জায়গায় ঢালাইসহ নতুন গাইডওয়াল নির্মাণ করে টেকসইভাবে মেরামতের কাজ করা হবে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর