নবীগঞ্জে পানিতে ডুবে
তিন শিশুর মর্মান্তিক মৃত্যু
এম.মুজিবুর রহমানঃ নবীগঞ্জ( হবিগঞ্জ)
হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর করুণ মৃত্যু হয়েছে। অকালে ঝরে যাওয়া ৩টি শিশু সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর অনুমান দেড়টার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৫)। শ্রাবন ও শুভ চাচাতো ভাই, আর অহনা তাদের ফুফাতো বোন। তারা নবীগঞ্জ পৌর এলাকার জয়নগরে বসবাস করতো। পাঞ্জারাই গ্রামে বেড়াতে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয়। ৩টি শিশুর করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ পরিবারে চলছে শোকের মাতম৷
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা ধুলা করার এক পর্যায়ে একটি শিশু বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকী দুজনও পানিতে পড়ে তলিয়ে যায়। প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। পরে দুপুর দেড়টার দিকে গ্রামের এক মহিলা পানিতে ভাসতে থাকা অহনাকে দেখতে পান। এরপর খোঁজাখুঁজি করে পুকুর থেকে শ্রাবন, শুভ ও অহনার মরদেহ উদ্ধার করা হয়।
তাদের পাি থেকে তোলে দ্রুত নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনাটি নিশ্চিত করেছেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এস.আই আনিসুর রহমান হাসপাতাল ও ঘটনাস্থলে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতালে রয়েছে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, শিশুদের নিথর দেহ একসাথে রাখা হয়েছে। স্বজনদের আহাজারীতে হাসপাতাল প্রাঙ্গণ ভারী হয়ে উঠেছে। শোকে পাথর হয়ে গেছেন নিহত শিশুদের পিতা-মাতা ও আত্মীয় স্বজন । এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ ঘটে৷ লাশ দেখতে ভিড় করেন স্থানীয় শত শত মানুষ। এসময় অনেকেই শিশুদের করুণ মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপণ করেন,এবং প্রত্যেক শিশু কিশোরদের অভিভাবকদের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান জানান সচেতন মহলের লোকজন৷ এ খবরে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে৷
Leave a Reply