সুনামগঞ্জে চিঠি বিলি করতে গিয়ে মোটরসাইকেল দু’র্ঘ’ট’নায় ডিসি অফিসের ২ জারিকারক নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি।।
জেলা প্রশাসনের চিঠি বিলি করতে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জায়কলস এলাকায় কার- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জারিকারক মারা যান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এই দু’র্ঘ’ট’নায় নি’ হ, ত রা হলেন, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযো’দ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)
জানা যায় দুজনই জেলা প্রশাসকের কার্যালয়ে জারিকারকের চাকরি করতেন । সরকারি ডাক নিয়ে জগন্নাথপুর যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পরেন তারা। জুয়েল মিয়া ঘটনাস্থলেই নি’হত হন এবং তার সাথে থাকা ছব্দর আলী গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে প্রেরন করেন এবং সিলেটে যাওয়ার পথেই তিনি মারা যান।
Leave a Reply