1. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  2. news@gmail.com : news :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

হবিগঞ্জে বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

Reporter Name
  • আপডেটের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ টাইম ভিউ

হবিগঞ্জে বিরোধের জেরে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মামলার বিবরণে জানা যায়, বাহুবল থানাধীন ভূগলী দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা জামাল মিয়া ও বিবাদীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে বিবাদীপক্ষ জামাল মিয়ার বাড়িতে হামলা চালায়।

অভিযুক্তরা লোহার রড, লাঠিসোটা ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে জামাল মিয়ার বাড়িতে প্রবেশ করে তাকে মারধর করে। এ সময় তার স্ত্রী বাঁধা দিলে তাকেও প্রহার করা হয়। পরে জামাল মিয়াকে টেনে-হিঁচড়ে বাড়ির বাইরে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করে ধানক্ষেতে ফেলে দেয়। ঘটনার সময় জামালের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলেও বিবাদীরা হুমকি দিয়ে চলে যায়।

পরবর্তীতে স্থানীয়রা জামালের লাশ উদ্ধার করে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী বাদী হয়ে বাহুবল মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর ভোর রাতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে বাহুবল থানার যাদবপাশা এলাকা থেকে প্রধান আসামি ছায়েদ মিয়া (৩২)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাহুবল মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর