1. bbsnewsbd@gmail.com : bbsnewsbd bbsnewsbd : bbsnewsbd bbsnewsbd
  2. news@gmail.com : news :
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১২ অপরাহ্ন

ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মা-ছেলের করুণ মৃত্যু

Reporter Name
  • আপডেটের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭ টাইম ভিউ

ঢাকা-সিলেট মহাসড়কে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মা-ছেলের করুণ মৃত্যু

এম.মুজিবুর রহমানঃ নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি।। নিজের চোখের সামনে এক নিমিষেই স্ত্রী,সন্তানকে হারিয়ে পাগল প্রায় সৈয়দ আলী মিয়া নামের এক কৃষক৷
ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও তার শিশু ছেলের করুণ মৃত্যু হয়েছে৷ এ ঘটনা ঘটেছে বুধবার ১৭ সেপ্টেম্বর সকাল অনুমান সাড়ে ১১টার দিকে দেওপাড়া নামস্থানে ও দিনারপুর কলেজের সামনে।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, সিলেটগামী একটি দ্রুত গতির সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস (চট্ট-মেট্রো-১১-১০৭৪) দ্রুতগতিতে আসার সময় মহাসড়ক পার হওয়ার সময়
বানিয়াচং সাগর দীঘির পশ্চিম পাড়ের বাসিন্দা সৈয়দ আলী মিয়া ( ৫৫) তিনি রাস্তা পারাপার হতে পাড়লেও সঙ্গে থাকা তার স্ত্রী শামীমা আক্তার -(৪৫) ওতার ছোট ছেলে উসমান গনি তোকি- (৪) এর বাস চাপায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ৷ স্থানীয়রা জানান, বাসটি এত দ্রুতগতিতে ছিল যে চাপা খাওয়ার সঙ্গে সঙ্গেই মা-ছেলের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় চরম শোকের ছায়া নেমে এসেছে। এবং ঘন্টাব্যাপী মহাসড়কে যানচলাচল বন্ধ থাকে৷

নিহতদের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিম পাড় গ্রামে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, তারা ঘটনাস্থলের পাশ্ববর্তী সোনারু গ্রামে তাদের আত্মীয়ের বাড়ি থেকে ফিরে বাড়ি যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন।

ঘটনার পর স্থানীয় জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে এবং ঘাতক বাসটি আটক করে রাখে। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শত শত যাত্রী ভোগান্তিতে পড়েন। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নিহতদের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর